খেলাফতে ইসলামী ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি গঠন
আবুল কাসেমকে আহ্বায়ক এবং জুনায়েদ গুলজার সদস্যসচিব করে মুফতি ফজলুল হক আমিনী প্রতিষ্ঠিত সংগঠন খেলাফতে ইসলামী বাংলাদেশ-এর ঢাকা মহানগরের কাউন্সিলকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা গতিশীল করার লক্ষ্যে পুরাতন কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। রোববার সকাল ১০টায় লালবাগস্থ কাজী রিয়াজুদ্দীন রোডের কার্যালয়ে মহানগর সভাপতি মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মহানগর কমিটির জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মাওলানা হেদায়াতুল্লাহ গাজী, মাও. সাইফুল ইসলাম, মাও. আবুল খায়ের বিক্রমপুরী, মাও. আব্দুল গাফফার, মাওলানা আল আমিন মামুন, যুগ্ম সদস্য সচিব মাও. মঞ্জুর মুজিব, মাও. গাজী ইয়াকুব, মাও. শামসুল আলম, মাও. শামসুদ্দীন, সদস্য মাও. কাজী আজিজুল হক, মাও. মনসুরুল হক, মাও. সাইফুল্লাহ হাবিবী, মাও. ক্বারী ওয়াসেক বিল্লাহ, মাও. আনসারী, মাও. শামসুল হক, মাও. ইকরাম, মাও. রহমতুল্লাহ, মাও. সাঈদ আহমদ প্রমুখ।
সভায় ঢাকা মহানগরকে ৬টি সাংগঠনিক জোনে ভাগ করে জোনভিত্তিক দায়িত্বশীলদের দ্রুততম সময়ের মধ্যে থানা কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।
এএম/এসএইচএস/এমএস