চট্টগ্রাম বিভাগের ৭৩ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসন্ন ইউনিয়ন পরিষদের প্রার্থী চূড়ান্ত করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের ৭৩ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। জাগো নিউজের পাঠকদের জন্য তালিকাটি প্রকাশ করা হলো-
জেলা: ব্রাহ্মণবাড়ীয়া (১৭), উপজেলা : বাঞ্ছারামপুর (১০)
১. তেজখালী তাজুল ইসলাম
২. পাহাড়িয়াকান্দি মো. গাজীউর রহমান
৩. সোনারামপুর মো. শাহীন
৪. ছয়ফুল্লাকান্দি মোহাম্মদ আমিনুল ইসলাম
৫. রূপসদী মো. ফিরোজ মিয়া
৬. ছলিমাবাদ আবদুল মতিন
৭. মানিকপুর ইঞ্জিনিয়ার আব্দুর রহিম
৮. দড়িকান্দি মোহাম্মদ শফিকুল ইসলাম
৯. ফরদাবাদ মহিউদ্দিন আহমেদ
১০. আইয়ুবপুর ভোট স্থগিত
উপজেলা : আশুগঞ্জ (৭)
১. চরচারতলা মো. আয়ুব খান
২. দুর্গাপুর জিয়াউল করিম খাঁন (সাজু)
৩. তালশহর পশ্চিম আবু সামা
৪. আড়াইসিধা মো. সেলিম
৫. শরীফপুর সাইফ উদ্দিন
৬. লালপুর মো. মোরশেদ মিয়া
৭. তারুয়া ইদ্রিছ মিয়া
জেলা : কুমিল্লা (১৪), উপজেলা : দেবীদ্বার (১৩)
১. বড়শালঘর মো. জহিরুল ইসলাম
২. ইউসুফপুর মোস্তফা কামাল চৌধুরী
৩. রসুলপুর মো. কামরুল হাসান
৪. সুবিল মুক্তিযোদ্ধা এম এ রশিদ
৫. ফতেহাবাদ খন্দকার এম আব্দুস সালাম
৬. এলাহাবাদ মো. সিরাজুল ইসলাম
৭. জাফরগঞ্জ মো. সোহরাব হোসেন
৮. রাজামেহের মো. জাহাঙ্গীর আলম
৯. ভানী মো. নুরুজ্জামান ভুঁইয়া মুকুল
১০. ধামতী মো. ময়নাল হোসেন
১১. সুলতানপুর মো. শফিকুল ইসলাম
১২. বরকামতা হাজী আব্দুল আবেদীন
১৩. মোহনপুর মো. তাজুল ইসলাম
জেলা: নোয়াখালী (১৫), উপজেলা : হাতিয়া (৭)
১. চরঈশ্বর মো. আলাউদ্দিন আজাদ
২. চরকিং মহি উদ্দিন
৩. তমরুদ্দি ফখরুল ইসলাম
৪. সোনাদিয়া মোহাম্মদ নুরুল ইসলাম
৫. বুড়িরচর জিয়া আলী মোবারক
৬. নিঝুম দীপ মেহরাজ উদ্দিন
৭. জাহাজমারা এটিএম সিরাজ উদ্দিন
উপজেলা : সুবর্ণচর (৮)
১. চর জব্বার তরিকুল ইসলাম
২. চর জুবিলী মোহাম্মদ হানিফ চৌধুরী
৩. চরবাটা মোজাম্মেল হোসেন
৪. পূর্ব চরবাটা আবুল বাসার মঞ্জু
৫. চার ক্লার্ক মো. সাহাব উদ্দিন
৬. মোহাম্মদপুর এনামুল হক
৭. চরওয়াবদা মনির আহমেদ
৮. চরআমানুল্যা বেলায়েত হোসেন
জেলা : লহ্মীপুর (০৬), উপজেলা : রামগতি (২)
১. চরবাদাম সাখাওয়াত হোসেন জসিম
২. চর পুড়াগাছা মো. নুরুল আমিন
উপজেলা : কমলনগর (৪)
১. কমলনগর চর ফলকন হাজি হারুন অর রশিদ
২. কমলনগর হাজিরহাট মো. নিজাম উদ্দিন
৩. কমলনগর পাতারির হাট এডভোকেট নুরুল আমিন রাজু
৪. কমলনগর তোরাবগঞ্জ ফয়সাল আহাম্মেদ রতন
জেলা : চট্টগ্রাম (০২), উপজেলা : রাংগুনিয়া (০২)
১. হোছনাবাদ মির্জা সেকান্দার হোসেন
২. চন্দ্রঘোনা মোহাম্মদ ইদ্রিচ (মো. ইদ্রিচ আজগর)
উপজেলা : ফটিকছড়ি
৩. নানুপুর ভোট স্থগিত
কক্সবাজার (১৯), উপজেলা : টেকনাফ (৬)
১. হোয়াইকং ফরিদুল আলম
২. হীলা এইচ, কে আনোয়ার
৩. বাহারছড়া আজিজু উদ্দিন
৪. সাবরাং সোনা আলী
৫. টেকনাফ সদর নুরুল আলম
৬. সেন্টমার্টিন মোহাম্মদ মুজিবুর রহমান
উপজেলা : মহেশখালী (৭)
১. বড় মহেশখালী মোহাম্মদ শরীফ বাদশা
২. হোয়ানক মোহাম্মদ মোস্তফা কামাল
৩. কালারমারছড়া মোঃ সেলিম চৌধুরী
৪. মাতারবাড়ী এনামুল হক
৫. ধলঘাট কামরুল হাসান
৬. ছোট মহেশখালী জিহাদ বিন আলী
৭. কুতুবজোম মোশররফ হোসেন খোকন
উপজেলা : কুতুবদিয়া (৬)
১. বড়ঘোপ মো. ফরিদুল ইসলাম চৌধুরী
২. দক্ষিণ ধুরং মো. আরিফ মোশারফ
৩. আলী আকবর ডেইস মোহাম্মদ নুরুচ ছফা এম এম
৪. কৈয়ার বিল মো. আজমগীর
৫. লেমশাখালী ছৈয়দ আহমদ কুতুবী
৬. উত্তর ধুরং মো. ইয়াহিয়া খান কুতুবী
এএসএস/এসকেডি
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন