ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ: সুজিত রায় নন্দী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১১ পিএম, ২০ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। তিনি ফের ক্ষমতায় না এলে দেশ সিরিয়া, লিবিয়া, পাকিস্তান ও আফগানিস্তানের থেকেও ভয়াবহ রূপ ধারণ করবে। তাই দেশ ও জনগণের স্বার্থে আমাদের কাজ করে যেতে হবে।

আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচন উপলক্ষে শুক্রবার (২০ জানুয়ারি) এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ-২ আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওদুদ এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী জিয়াউর রহমানের বিজয় নিশ্চিতের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সুজিত রায় নন্দী বলেন, ‘দেশ আজ উন্নয়নের রোল মডেল। এ অগ্রগতিকে ধরে রাখতে হলে আজকের তরুণেরা যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হবে। আগামীতে স্মাট বাংলাদেশ গড়তে হলে নৌকার বিকল্প নেই।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে নৌকা প্রতীক বিজয়ের বিকল্প নেই। ধারাবাহিকভাবে দেশ অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, সদস্য শাহাবুদ্দিন ফরাজি, নির্মল কুমার চ্যাটার্জী।

এসময় চাঁপাইনবাবগঞ্জের-২ ও ৩ আসনের আওয়ামী লীগের প্রার্থীরা বক্তব্য দেন। এছাড়া জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

এসইউজে/এমএএইচ/এএসএম