১/১১ ষড়যন্ত্রের সঙ্গে প্রধানমন্ত্রীও জড়িত : গয়েশ্বর
১/১১ ষড়যন্ত্রের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জড়িত বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ দাবি করেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক-এগারোর ষড়যন্ত্রের সঙ্গে আপনিও জড়িত ছিলেন। যদি আপনার পৃষ্টপোষকতা না থাকতো তাহলে তারা কেনো আপনাকে ক্ষমতায় বসালেন?
‘বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির মুক্তির দাবি’ শীর্ষক এ প্রতিবাদ সভায় তিনি বলেন, এক-এগারোর ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। তবে এই ষড়যন্ত্রের কৌশল পাল্টেছে। আর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে এই ষড়যন্ত্র রুখতে হবে।
মাইনাস টু ফর্মুলার সাথে দুই সম্পাদক জড়িত- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মাইনাস টু ফর্মুলার জন্য প্রধানমন্ত্রী দুই সম্পাদককে দায়ী করছেন। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাইনাস টু ফর্মুলার সঙ্গে আপনাদের দলের যে সকল নেতারা জড়িত ছিল আগে তাদের খোঁজ বের করুন। আর প্রধানমন্ত্রী বলছেন, মাইনাস টু ফর্মুলার কথা, কিন্তু খেলাটা ছিল মাইনাস ওয়ান।
বিএনপির জাতীয় কাউন্সিল প্রসঙ্গে গয়েশ্বর বলেন, বিগত দিনেও বিএনপি কাউন্সিল করতে উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১ শত ৫৬ জন নেতাকে বিনা কারণে ধরে নিয়ে যাওয়া ফলে কাউন্সিল বন্ধ হয়ে যায়। তবে এবার ১ শত ৫৬ জন নয়, ১ হাজার ৫৬ জনকে গ্রেফতার করলেও কাউন্সিল হবেই।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি করতে সরকার দাঁড়িয়ে আছে মন্তব্য করে তিনি বলেন, সরকারকে বলি, সাহস থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন। আর তখন দেখা যাবে আপনাদের নেত্রী টঙ্গিপাড়া থেকে জয়লাভ করতে পারেন কি না?
জোর করে রায় দিতে চান- প্রধান বিচারপতি এস কে সিনহার এই বক্তব্যে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বিচারপতিদের মধ্যে থেকেও অনেক কথা বের হয়ে আসছে। আরো আসবে।
ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমান শিশিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দীন খোকন, প্রচার সম্পাদক জয়নাল আবেদিন ফারুক, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।
এমএম/এসকেডি/এবিএস
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ২ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৩ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৪ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন
- ৫ কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের