ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দেশের মাটি থেকে কখনোই তারেককে সরানো যাবে না

প্রকাশিত: ০৭:৪৪ এএম, ০৫ মার্চ ২০১৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কোন ব্যক্তি নন। তিনি জাতীয়তাবাদের প্রতীক। সুতরাং তাকে সরিয়ে দিতে পারলে পথ পরিষ্কার হবে বলে মনে করছে সরকার। তবে বাংলাদেশের মাটি থেকে কখনোই তারেককে সরানো যাবে না।

শনিবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

জাতীয়তাবাদী রাজনীতি স্তব্ধ করতে ১/১১ উত্থান হয়েছিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সেসময় রাজনীতি শূন্য করার অপচেষ্টা হয়েছিল বলেও মনে করেন তিনি। ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বা সরকার উৎখাতের চেষ্টা করলে রাষ্ট্রদ্রোহ হয়। অথচ যেকোনো কথাকেই রাষ্ট্রদ্রোহীতায় নিয়ে আসা হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়া রাষ্ট্র ও মানুষকে সংরক্ষণ করেছেন। এখন তাকে রাজনীতি থেকে দূরে রাখতেই কৌশলে অপপ্রচার শুরু করা হয়েছে।  

তিনি আরো বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অনেক আগ থেকেই ষষড়যন্ত্র শুরু হয়েছিল। পরে দুর্নীতির মামলা দিয়ে তাকে সরানোর চেষ্টা হয়েছিল। অথচ তার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি।

তিনি দাবি করেন, বিএনপি মানুষের সঙ্গে রয়েছে। এ দলের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারপরও কেউ বিএনপি ছেড়ে যায়নি।

তারেক রহমানেন আদর্শ ধারণ করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।

বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ। এতে খালেদা জিয়ার উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, দলটির  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

এমএম/এসএইচএস/এবিএস