ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নয়াপল্টনে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ

প্রকাশিত: ১১:৫২ এএম, ০৭ মার্চ ২০১৬

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারাবরণ দিবস ও রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলের পর মিষ্টি ভাগাভাগি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাদ আসর তারেক রহমানের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত শেষে মিষ্টি বিতরণের সময় ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ বাধে। এসময় কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানসহ বেশ কয়েকজন নেতা সংর্ঘষ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় নয়াপল্টন এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

প্রায় আধাঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে, আহতদের পরিচয় প্রকাশ করতে সংশ্লিষ্ট নেতারা অপারগতা প্রকাশ করলেও এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি আত্মরক্ষার্থে নয়াপল্টন ত্যাগ করেন। পরে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এমএম/একে/আরআইপি