ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

১/১১-এ বেশি লাভবান বিএনপি

প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৭ মার্চ ২০১৬

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ১/১১- এর ঘটনায় সবচেয়ে লাভবান হয়েছেন বিএনপি এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া। ‘১/১১-এর ঘটনায় আওয়ামী লীগ বেশি লাভবান হয়েছে’ বিএনপির এমন বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় এ পাল্টা অভিযোগ করলেন হানিফ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ওই জনসভার আয়োজন করে।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হানিফ বলেন, বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে ১/১১ ঘটনা সৃষ্টি হলেও এর সবচেয়ে সুবিধা নিয়েছে বিএনপি। বিএনপি দুর্নীতি-অনিয়মের মধ্য দিয়ে দেশকে নরকে পরিণত করলেও তারা রক্ষা পেয়েছিল।

এসময় তিনি বলেন, ভুল সংবাদ ছাপিয়ে যারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের কোনো ক্ষমা নেই। ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে বিচারের আওয়তায় আনার দাবি জানান তিনি।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক, দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রমুখ।

এএসএস/একে/আরআইপি