ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কু-কর্ম ছেড়ে সু-কর্মে ফিরে আসুন : খালেদাকে শাজাহান খান

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৪

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে `দুষ্টের চেয়ারপারসন` উল্লেখ করে কু-কর্ম ছেড়ে সু-কর্মে ফিরে আসার আহবান জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। রোববার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে অস্থায়ী ফেরিঘাট হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
নৌমন্ত্রী বলেন, কু-কর্ম ছেড়ে সু-কর্মে ফিরে আসুন। বেগম খালেদা জিয়া দুষ্টের চেয়ারপারসন। যারা ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা পাপী। বিএনপি সেই পাপীদের দল।
 
দেশে দুর্নীতি কমেছে জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে কোন আলাদিনের চেরাগ নেই যে একদিনে দেশ থেকে সব দুর্নীতি রুখে দিব। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন দেশ দুর্নীতিতে ৬ নম্বর স্থান পেয়েছিল। এখন শেখ হাসিনার আমলে আমরা দুর্নীতিতে ১৪ নম্বরে রয়েছি।
 
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মোঃ শামছুদ্দোহা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃব্য রাখেন- মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, নৌ- পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, নৌ-পুলিশের ডিআইজি মনিরুজ্জামান প্রমুখ।