ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

শাপলা চত্বরকে শাহাদাত চত্বর নামকরণ করা হবে

প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১১ মার্চ ২০১৬

বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শাপলা চত্ত্বরকে শাহাদাত চত্ত্বর নামকরণ করবে মন্তব্য বিএনপি ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে আমরা তাদের পাশে থাকতে পারিনি।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ মোয়াজ্জম বলেন, হেফাজতে ইসলামের মহাসমাবেশ হত্যার বিষয় সরকার সম্পূর্ণভাবে অস্বীকার করে, তাহলে আপনারা বাতি নিভালেন কেন? বড় বড় ট্যাঙ্কের পানি দিয়ে ধুইলেন কি?

আয়োজক সংগঠনের সভাপিত শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন ও সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।

এএস/জেএইচ/পিআর