বিএনপির কাউন্সিল সরকার বাধাগ্রস্থ করতে পারবে না
যত ষড়যন্ত্রই হোক সরকারের কোন বাধাই কাউন্সিল বাধাগ্রস্থ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী ভবনে আয়োজিত ঢাকা মহানগর বিএনপির কাউন্সিল প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, এর আগেও কাউন্সিল নিয়ে ষড়যন্ত্র হয়েছে। এখনো সে ষড়যন্ত্র অব্যহত রয়েছে। তবে বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের মধ্যে দিয়ে কাউন্সিলের প্রাথমিক প্রস্তুতি সফল হয়েছে।
তিনি আরো বলেন, সরকার যত ষড়যন্ত্রই করুক খালেদা জিয়া ও তারেক রহমানকে আর সরাতে পারবে না। কারণ তারা ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন।
দক্ষিণ সিটি কর্পোরেসন এখনো কাউন্সিলের অনুমতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা আশা করছি কাউন্সিলের আগেই তারা অনুমতি দেবেন।
এমএম/এএইচ/এমএস