কাউন্সিলে ছবিসহ পোস্টার করলেই ব্যবস্থা : বিএনপি
বিএনপির আসন্ন ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে ছবিসহ পোস্টার করলেই অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, অনেককেই দেখা যায় দলের চেয়ে নিজের প্রচার বেশি করতেই পোস্টার তৈরির কৌশল অবলম্বন করেন। এক্ষেত্রে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছোট করে ব্যবহার করে সংশ্লিষ্ট নেতার ছবি বড় করা হয়। এসব করলে এবার অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, একান্তই কেউ যদি প্রচারের লোভ সামলাতে না পারেন তাহলে বিএনপি কাউন্সিল উপলক্ষে যে পোস্টার তৈরি করেছে তার নিচে সৌজন্যে নেতার নাম ব্যবহারের পরামর্শ দেন তিনি।
তিনি আরো বলেন, কাউন্সিল উপলক্ষে ইতিমধ্যে ১৫ হাজার পোস্টার ছাপানো হয়েছে। কেউ ব্যাক্তিগতভাবে পোস্টার করতে চাইলে নিচে কেবলমাত্র নেতার নাম দিতে পারবে। তবে ছবি ব্যবহারের সুযোগ নেই।
কাউন্সিলে খাবার নিয়ে যাতে বিশৃঙ্খলা না হয় এজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। প্রয়োজনে ঢাকা মহানগর নেতাদেরকে বাসায় গিয়ে খেয়ে আসার পরামর্শ দেন তিনি।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনে কাউন্সিল পূর্ববর্তী প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করে।
এমএম/এএইচ/এমএস