ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ঢাকায় বিএনপির শোকর‌্যালি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২০ জুলাই ২০২৩

লক্ষ্মীপুরে পদযাত্রায় কৃষক দল নেতা সজীব হোসেন খুনের ঘটনায় ঢাকায় শোকর‌্যালি করেছে বিএনপি। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

শোকর‌্যালি ঘিরে দুপুর ২টা থেকে ব্যানার, ফেস্টুন ও কালো পতাকাসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। তারা বুকে কালো ব্যাজ ধারণ করেন। র‌্যালি থেকে ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে পারে না’, ‘সজীবের রক্ত বৃথা যেতে পারে না’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করেন নেতাকর্মীরা।

পরে বিকেল ৪টার দিকে নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোকর‌্যালি শুরু হয়। কাকরাইল মোড় হয়ে ফকিরাপুল মোড়ে গিয়ে শেষ হয়।

শোকর‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, সরকারের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলন চলছে। সেই আন্দোলনে নিহত সজীবের রক্ত কোনো অবস্থায় বৃথা যাবে না। গুম-খুন, মামলা-হামলা করে আন্দোলন ঠেকানো যাবে না। আমরা আন্দোলনে জয়ী হবো।

আরও পড়ুন>>> আরও পড়ুন: বিএনপির এক দফা শেখ হাসিনার বিদায়ের ডাক: আমীর খসরু

তিনি বলেন, ‘দেশের সব রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ। চলমান আন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয়-নিরপেক্ষ সরকার ও নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।’ এ সরকারকে ক্ষমতায় রেখে দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি।

বুলু বলেন, খালেদা জিয়া আজ কারাবন্দি। কিন্তু এ সরকারের কাছে কোনো দাবি করবো না। আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের দাবি আদায় করবো, খালেদা জিয়াকে মুক্ত করবো।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সজীব হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটা তাদের পরিকল্পিত।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন-সংবিধানের বাইরে নির্বাচন হবে না। কিন্তু বর্তমান সংবিধান তো আপনাদের তৈরি। এ সংবিধানের অধীনে জনগণের রায়ের প্রতিফলন হবে না। কারণ, জনগণ ভোট দিতে পারবে না। সেজন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দরকার।’

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা, গুম-খুন করে এ সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। কিন্তু কোনো ষড়যন্ত্র, হত্যা কাজে আসবে না। দেশের মানুষ জেগে উঠেছে। এক দফা আদায় করেই তারা ঘরে ফিরবে। জনগণের প্রতিরোধের মুখে এ সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। সজীব হত্যাসহ প্রতিটি হত্যার বিচার বাংলার মাটিতেই হবে।’

আরও পড়ুন>>> বাঙলা কলেজে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, দুই মামলায় আসামি ১২২৯

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নির্দলীয়-নিরপেক্ষ সরকার ব্যতীত দেশে কোনো নির্বাচন হবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন জনগণ প্রতিহত করবে।’

আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু, ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম