জন্মদিনে বঙ্গবন্ধু জয় বাংলা লীগের সমাবেশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সমাবেশ করেছে বঙ্গবন্ধু জয় বাংলা লীগ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের মানুষটি জন্মেছিলেন বাঙালির মুক্তির তাগিদেই। শুধু জাতিসত্ত্বার প্রশ্নেই নয়, তিনি এসেছিলেন মানবমুক্তির কেতন উড়িয়ে।
বক্তারা আরো বলেন, যে নেতার জন্ম না হলে আমরা স্বাধীন স্বার্বভৌমত্ব রাষ্ট্র পেতাম না। যার নেতৃত্বে মুক্তিযুদ্ধে জয়লাভ করে পৃথিবীর মানচিত্রে পরিবর্তন হয়েছিলো।লাল সবুজের পতাকা আমরা পেয়েছিলাম।তার জন্মদিন মানেই জাতীয় শিশু দিবস।
বক্তারা বলেন, আজ বঙ্গবন্ধু নেই। আছে তার স্বপ্ন, আছে চেতনা। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই লাল-সবুজের পতাকা।
বঙ্গবন্ধু জয় বাংলা লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
এএস/এএইচ/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানকে স্বাগত জানাতে সালাহউদ্দিন-রিজভীর নেতৃত্বে কমিটি গঠন
- ২ খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম
- ৩ তারেকের প্রত্যাবর্তনে শুরু হবে গণতন্ত্র পুনরুত্থানের নতুন অধ্যায়
- ৪ একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু
- ৫ ঢাকার ৩টি আসনে জামায়াতের মনোনয়ন সংগ্রহ করলেন যারা