ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কাউন্সিলে বঙ্গবন্ধুর প্রতি খালেদার শ্রদ্ধা

প্রকাশিত: ০৭:০০ এএম, ১৯ মার্চ ২০১৬

দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে জাতীয় নেতাদের স্মরণ করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে সভাপতির বক্তব্যে তিনি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিজয়ের মাসে অনুষ্ঠিত কাউন্সিলে জাতীয় নেতা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযুদ্ধাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

এমএম/এএইচ/এমএস

আরও পড়ুন