বিএনপির কাউন্সিলে জামায়াতের দুই নেতা
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর দুই নেতা। শনিবার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে অংশ নিয়েছেন তারা।
জামায়াতের প্রচার সম্পাদক তাসনীম আলম ও কর্ম পরিষদ সদস্য আবদুর হালিম কাউন্সিলে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন দলটির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম।
এদিকে কাউন্সিলে ২০ দলীয় জোটের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। পাশাপাশি সুশীল সমাজের নেতারাও অংশ নিয়েছেন বিএনপির ষষ্ঠ কাউন্সিলে।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এ কাউন্সিলে চারজন বিদেশি অতিথিও উপস্থিত ছিলেন। তবে সরকার সমর্থিত জোটের কোন নেতারা বিএনপির কাউন্সিলে আসেননি।
এমএম/এআরএস/আরআইপি