কাউন্সিল নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসছে আওয়ামী লীগ
কাউন্সিলের তারিখ নির্ধারণে সন্ধ্যায় বৈঠকে বসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কার্যনির্বাহী সংসদের সভায় কাউন্সিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সুত্রে জানা গেছে।
রোববার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৮ মার্চ (সোমবার) সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে এ সম্মেলন পেছানোর ইঙ্গিত দিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। এর পর থেকেই আওয়ামী লীগের কাউন্সিলের তারিখ পরিবর্তন হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।
এছাড়া এর আগেও এক দফা সম্মেলনের তারিখ পেছানো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত থাকলেও পৌরসভা নির্বাচনের কারণে তা পিছিয়ে দেয়া হয়।
এএসএস/আরএস/আরআইপি