খালেদা জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে: ডা. জাহিদ
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন তার চিকিৎসকদলের সদস্য এবং দলটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (২০ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার কিছুটা উন্নতি হয়েছে, তবে সেটাকে ভালো বলা যাবে না। এখনো হাসপাতালে তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে চিকিৎসকরা মনে করছেন। সে কারণে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
আরও পড়ুন>> খালেদাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো নিয়ে যা বললেন মোমেন
জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর প্রতিবেদন পর্যালোচনা করে মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।
হঠাৎ অসুস্থ বোধ করলে চিকিৎসকদের পরামর্শে গত ৯ আগস্ট দিনগত রাতে বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন।
কেএইচ/ইএ/জিকেএস