খালেদাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো নিয়ে যা বললেন মোমেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২০ আগস্ট ২০২৩

কোন দেশের সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য অন্য দেশে পাঠানো হয় কি না এমন প্রশ্ন রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

রোববার (২০ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ বিষয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন প্রশ্ন রাখেন।

আরও পড়ুন> আমাদের দেশ নিয়ে এত মাথাব্যথা কেন, প্রশ্ন কাদেরের

চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর জন্য বিভিন্ন সময়ে দাবি জানিয়ে আসছে বিএনপি। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে মোমেনের কাছে এ সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার জানা নেই নিজ দেশের কোনো প্রিজনারকে অন্য দেশে চিকিৎসার জন্য পাঠানো যায় কি না। এটা আমার জানা নেই।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি কোন দেশ পাঠিয়ে থাকে আমাকে বলবেন। এখানে দেশে তাকে (খালেদা জিয়া) সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন> শেখ হাসিনার কারণে মানুষ নির্ভয়ে ঘুমাতে পারে: সুজিত রায় নন্দী

ভারতের মেঘালয়ে অবস্থান করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদ যে ট্র্যাভেল পাস পেয়েছেন, তার মেয়াদ সেপ্টেম্বর মাসে শেষ হচ্ছে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের ইমিগ্রেশন ল’ যেটা আছে, বিধিবিধান যেটা আছে সে অনুযায়ী চলবে। সেপ্টেম্বরে ডেটলাইন পার হয়ে যাবে সে প্রশ্নের জবাবে বলেন, সেটা আমাদের জানা নেই। পার হলে আমাদের যেটা অনুরোধ করবে সে অনুযায়ী কাজ করবো।

এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন কূটনীতি শাখার মহাপরিচালক সেহেলি সাবরীন উপস্থিত ছিলেন।

আইএইচআর/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।