ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ক্যামেরা বন্ধকারীদের আগে ধরতে হবে : রব

প্রকাশিত: ০৯:২৪ এএম, ২১ মার্চ ২০১৬

জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের সভাপতি আ. স. ম আব্দুর রব বলেছেন, রিজার্ভের টাকা চুরির দুই সপ্তাহ আগে থেকে সিসি টিভি ক্যামেরা যারা বন্ধ করে রেখেছিল তাদেরকে আগে ধরতে হবে তাহলেই এ ঘটনার পেছনের রহস্য বেরিয়ে আসবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের কনোরেন্স লাউঞ্জে শহীন সার্জেন্ট জহুরুল হকের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা ফেডারেল ব্যাংক থেকে টাকা চুরির কলকাটি নেড়েছেন তারাই ক্ষমতায় রয়েছেন। এদেরকে ধরলেই চুরির টাকা ফেরত পাওয়া যাবে।

ফেডারেল ব্যাংকের নিরাপত্তা এত কঠিন যে নির্দিষ্ট বাহকে আঙ্গুলের ছাপ ছাড়া কোন ধরনের লেনদেন হয় না। তাহলে সেখানে কার আঙ্গুলের ছাপ রায়েছে` বলেও মন্তব্য করেন তিনি।

আব্দুর রব বলেন, গভর্নরকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়ম অনুযায়ী তার পদত্যাগ পত্র গ্রহণ করবেনও তিনি । কিন্তু ড. আতিউর রহমান কেন প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এক মাস কেন তিনি এ বিষয়টি গোপন রেখেছিলেন প্রশ্ন তুলেন তিনি।  
 
যাদের জন্য দেশ স্বাধীন তাদেরকেই বাঙালিরা সম্মান করে না অভিযোগ করে তিনি বলেন ‘বিগত ৪৫ বছরে যারা এ দেশে ক্ষমতায় এসেছেন তারা কেউই স্বাধীনতার জন্য যাদের অবদান ছিল তাদের স্মরণ করেননি। কষ্টের বিষয় ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই আগরতলা মামলায় জড়িতদের বা শহীদ সার্জেন্ট শহিদুল হককে সম্মান জানানো হয়নি।
 
একই আলোচনা সভায় সার্জেন্ট শহিদুল হকের পরিবারের পক্ষে নাজনিন হক মিমি বলেন, আমরাই আমাদের ইতিহাসকে বিকৃত করছি। আগরতলা মামলাকে আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা বলি। কিন্তু স্বাধীন বাংলাদেশে একে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা উচিত না। এ মামলাকে  ষড়যন্ত্র মামলা বলবে শুধু পাকিস্তানিরা।

মাসিক উর্মির সম্পাদক শাহাদত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

এএস/এসকেডি/আরআইপি