ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নির্বাচনকে প্রহসনে পরিণত করছে সরকার : ফখরুল

প্রকাশিত: ০৮:২৬ এএম, ২২ মার্চ ২০১৬

ক্ষমতা কুক্ষিগত করতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রহসনে পরিণত করছে সরকার। সহিংসতা, প্রশাসন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা ফলাফল নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে মঙ্গলবার দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এসব জেনেই নির্বাচনে গিয়েছি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে। এতে সরকারের মুখোশ জনগণের সামনে উন্মোচিত হচ্ছে। আর এর মধ্য দিয়ে বার বার প্রমাণিত হচ্ছে যে দলীয় সরকার এবং দলীয় কমিশনের অধীনে কখনও নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না।’

প্রহসনের নির্বাচনের মাধ্যমে দলীয় সরকার ও দলীয় নির্বাচন কমিশন বিশ্ববাসীকে বোকা বানাতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

এএস/জেএইচ/পিআর