ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আ.লীগ শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ধূলিসাৎ করছে : ফখরুল

প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

আওয়ামী লীগ শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে। সুপরিকল্পিতভাবে গুম-খুনের মধ্য দিয়ে বাংলাদেিশ জাতিসত্তা, গণতন্ত্রের জন্য যাঁরা সংগ্রাম করছেন, তাঁদের নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে বুদ্ধিজীবীদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের দাবি আদায়ে গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে। এ আন্দোলন সফল হবে। পৃথিবীর কোনো গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হয়নি। বিএনপির গণতান্ত্রিক আন্দোলনও ব্যর্থ হবে না।