ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

শকুনের দোয়ায় গরু মরে না : শেখ হাসিনা

প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭১-এ যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তাদেরকে মঞ্চে নিয়েই জনসভা করেন খালেদা জিয়া। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই তার জনসভা আর যুদ্ধাপরাধীর বাঁচাতেই আমার উপর গজব নাজিলের জন্য আল্লাহর কাছে আকুতি। কিন্তু শকুনের দোয়ায় গরু মরে না।

রোববার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর খামার বাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি বর্তমানে ঠিক একাত্তরের হানাদার বাহিনীর কায়দায় মানুষ খুন করছে। বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছে। শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে। পুলিশসহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খুন করেছে তারা।

শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শহীদদের রক্তভেজা পতাকা প্রয়োজনে বুকের রক্ত দিয়ে রক্ষা করব, আজ এটাই আমাদের শপথ। পাকিদের দালালরা যেন আর ক্ষমতায় না আসতে পারে, ক্ষমতায় এসে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র ও নিরক্ষরমু্ক্ত সমৃদ্ধির দেশ। এটিই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য শনিবার নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর বালুর মাঠে এক জনসভায় বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘হাসিনা যত দিন থাকবে, মানুষের কাছ থেকে তত নিগৃহীত হবে। হাসিনাকে কেউ মারতে চায় না। হাসিনাকে মারার প্রয়োজন নাই। হাসিনা নিজ থেকেই শেষ হয়ে যাবে। আল্লাহর তরফ থেকেই গজব নেমে আসবে।