ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ঢাকা-৭

রেকর্ড ভোটে জয়ের আশা সোলায়মান সেলিমের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী সেলিমের ছেলে মোহাম্মদ সোলায়মান সেলিম নৌকা প্রতীকে রেকর্ড ভোট পেয়ে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সোলায়মান সেলিম বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমাদের ঢাকা-৭ আসনে তিনবারের সংসদ সদস্য হাজী সেলিম। তিনি সন্ত্রাস, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সংগ্রাম করে জননেত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করেছেন। দুর্দিনে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সেই আস্থা আমার ওপর রেখেছেন। প্রবীণ ও তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমি সেই আস্থা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো।

রেকর্ড ভোটে জয়ের আশা সোলায়মান সেলিমের

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে বলেছেন। আমি তরুণ হিসেবে নির্বাচনী এলাকার মুরুব্বি ও সব শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবো। শুধু বিজয়ী নয়, যে কোনো সময়ের চেয়ে রেকর্ড সংখ্যক ভোটে নৌকার বিজয় নিশ্চিত করে আসনটি আবারও প্রধানমন্ত্রীকে উপহার দেবো।

আপনার বাবা ঢাকা-৭ আসনের বর্তমান সংসদ সদস্য হাজী সেলিম মনোনয়নযোগ্য হলে আপনি পেতেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোলায়মান সেলিম বলেন, তার (হাজী সেলিম) সঙ্গে আমার তুলনা চলে না। তিনি আন্দোলন-সংগ্রাম করে এ পর্যায়ে এসেছেন। সারা বাংলার মানুষ এবং যারা রাজনীতির সঙ্গে সম্পর্কিত সবাই তাকে একজন পরিশ্রমী রাজনীতিবিদ হিসেবে চেনেন।

তিনি বলেন, আমার বাবা আমাকে বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে ও আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করে যাবো।

এএএম/এমকেআর/জেআইএম