বিকেলে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গণ সংবধর্না
বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব মনোনীত হওয়ার পর এই প্রথম ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই তার আগমন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা বিএনপি গণ সংবধর্নার আয়োজন করেছে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মির্জা ফখরুখ ইসলাম আলমগীরকে এই সংবর্ধনা দেবে জেলা বিএনপিসহ তৃণমূল নেতৃবৃন্দ।
এদিকে এই গণ সংবর্ধনা ঘিরে চলছে বিএনপির ব্যাপক প্রস্তুতি। গত দুদিন ধরে শহরে ব্যানার, ফেস্টুন, গেট সাজানো ও সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে ব্যপক প্রচারণা।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, বিকেলে ঠাকুরগাঁওসহ এর আশেপাশের কয়েকটি জেলার নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে সৈয়দপুর বিমান বন্দরে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানাতে যাবেন।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান জানান, শুক্রবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনে জেলার নেতাকর্মীরা সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত আছে। মহাসচিবের বক্তব্যের মাধ্যমে চাঙ্গা হবে জেলার তৃণমূল মানুষ এখন সবাই সেই অপেক্ষায়।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৪৮ সালের ১ আগস্ট ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মির্জা রুহুল আমিন একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন যিনি ওই অঞ্চলের একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে স্নাতক (সন্মান) ডিগ্রী অর্জন করেছেন। ছাত্রজীবনে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত হলেও কর্মজীবনের শুরুতে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন ও একাধিক সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। তিনি ১৯৮০র দশকে মূলধারার রাজনীতিতে আসেন।
মির্জা ফখরুল ১৯৭০ এর দশকের শেষে তৎকালীন উপ-প্রধানমন্ত্রী এস.এ. বারির ব্যাক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এ পদে তিনি ১৯৮২ সালে এস.এ. বারির পদত্যাগ পর্যন্ত বহাল ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশের তিনবারের সাবেক সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫ বছর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে পূর্ণাঙ্গ মহাসচিব মনোনীত করেছে কেন্দ্রীয় বিএনপি।
মির্জা ফখরুল মূলত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন, যে পদে তিনি দলের ৫ম জাতীয় সম্মেলনে মনোনীত হন। ২০১১ সালের মার্চে দলের মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেন মৃত্যুবরণ করলে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব হন। মির্জা ফখরুল এর আগে কৃষি, পর্যটন ও বেসরকারি বিমান চলাচল বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
রবিউল এহ্সান রিপন/এফএ/আরআইপি