বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ দলের সভা ডেকেছেন শেখ হাসিনা
দীর্ঘ প্রতীক্ষার পর ১৪ দলের সভা ডেকেছেন জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হবে।
সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
- আরও পড়ুন
কোন পথে ১৪ দলীয় জোট?
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ সভাপতির সঙ্গে জোটনেতাদের এটিই প্রথম সভা হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনে আসন ভাগাভাগিসহ নানা বিষয়ে ১৪ দলে বেশ দূরত্ব সৃষ্টির গুঞ্জন রয়েছে। এমনকি এ নিয়ে খোদ শেখ হাসিনাকেই প্রশ্ন করা হয়েছে, ১৪ দল আছে কি নেই? জবাবে তিনি বলেছেন, জোট আছে, থাকবে।
আরও পড়ুন
এসইউজে/এমকেআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সোনার বাংলাদেশ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ চাই: মামুনুল হক
- ২ বিএনপির সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করলো বাংলাদেশ লেবার পার্টি
- ৩ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান
- ৪ ইসলামি শক্তিকে কেউ স্তব্ধ করতে পারবে না: এ টি এম আজহার
- ৫ খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন: ফখরুল