নির্ধারিত তারিখেই দলের কাউন্সিল : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ক্ষমতার লোভে কিছু লোক অন্য দল থেকে জাতীয় পার্টিতে এসেছিল। ক্ষমতায় না থাকায় তারা দল ছেড়েছেন। এতে দলের কোনো ক্ষতি হয়নি। নির্ধারিত তারিখেই দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
সোমবার দুপুরে তার পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি গোষ্ঠি দেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আর বিচারহীনতার সংস্কৃতির কারণেই হত্যাকারীরা পার পেয়ে যাচ্ছে। দেশে প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে। হত্যাকারীদের হাত থেকে শিক্ষকরাও রেহাই পাচ্ছে না।
দলে গণতন্ত্র নেই বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, গঠনতন্ত্র না জানার কারণে তিনি এ কথা বলেছেন। আর গণতন্ত্র না থাকলে তারা দলের সর্বোচ্চ পদে আছেন কি করে।
এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে এসে সড়ক পথে রংপুরের দর্শনাস্থ পল্লী নিবাস বাসভবনে আসেন এরশাদ। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জিতু কবীর/এআরএ/এবিএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন