সমাবেশের পর এবার র্যালির তারিখ পেছালো বিএনপি
বৈরী আবহাওয়ার কারণে সমাবেশের তারিখ পেছানোর পর এবার র্যালির তারিখ পরিবর্তন করেছে বিএনপি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১টায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে রোববার (১৫ সেপ্টেম্বর) সারাদেশে বিভাগীয় শহরে অনুষ্ঠেয় র্যালির তারিখ পরিবর্তন করে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়েছে।
দলের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার সারাদেশে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিএনপির। বৈরী আবহাওয়া কারণে দুদিন পিছিয়ে মঙ্গলবার সমাবেশ করার সিদ্ধান্ত দিয়েছে দলটি।
এদিন দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কেএইচ/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ মঙ্গলবার গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়
- ২ হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে: আখতার
- ৩ ২৪ না হলে আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক শব্দ বের হতো না
- ৪ অধিকার প্রতিষ্ঠার নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো
- ৫ জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ দিতে বললেন মাহমুদুর রহমান