বিএনপির বড় নেতাদের কুত্তার মতো পিটামু: নাজমুল
বিএনপির বড় নেতাদের নেড়ি কুত্তার মতো পিটাবেন বলে হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বুধবার সন্ধ্যায় নাজমুল তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই হুমকি দেন।
সিদ্দিকী নাজমুল তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘তিনদিনের মধ্যে ছবি বিশ্বাসের উপর হামলার জবাব দিব । ডাক্তার বলছিলো আরও কয়টাদিন থাকতে আর থাকতে পারলাম না কুকুরদের ঘেউ ঘেউ এর কারনে। নেড়ি কুত্তার মতো পিটামু বিএনপির বড় নেতাদের।’ জানা যায়, নাজমুল চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন।