ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নাজমুলের বক্তব্য শিষ্টাচার বিবর্জিত : ছাত্রদল

প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৪

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বক্তব্যকে শিষ্টাচার বিবর্জিত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের মাধ্যমে এটা আবারও দিবালোকের মত পরিস্কার হয়ে গেল ছাত্রলীগ একটা বেয়াদব সংগঠন। তারা যে শুধু প্রতিপক্ষকে কটু ভাষায় আক্রমণ করে তা তো নয়, নানা সময়ে এই সংগঠনটির অশালীন আক্রমনের শিকার হয়েছে আওয়ামী লীগের অনেক জেষ্ঠ্য নেতৃবৃন্দও।

তবে এবার ছাত্রলীগ সাধারণ সম্পাদকের মন্তব্য ইতিহাসের সকল শিষ্টাচারকে পাশ কাটিয়ে, নূন্যতম রাজনৈতিক সন্মানবোধের ধার না ধেরে সে এটাই প্রমান করেছে ছাত্রলীগ এখন আর কোন ছাত্রসংগঠন নয় বরং জঙ্গী সংগঠন।

নেতৃদ্বয় আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেষ্টিত হয়ে, সরকারের প্রত্যক্ষ মদদ নিয়ে অনেক বড় বড় কথাই বলা যায়। লেভের প্লেয়িং ফিল্ডে প্রতিপক্ষকে মোকাবিলা করার সাহস হারিয়ে ছাত্রলীগ এখন উল্টা-পাল্টা বকছে। আওয়ামী লীগের সহযোগী এই সংগঠনটি সরকারের ছত্র ছায়ায় বরাবরই ব্যস্ত থেকেছে টেন্ডারবাজি, অস্ত্রবাজি আর দখলবাজি নিয়ে।

অবিলম্বে ছাত্রলীগের সাধারন সম্পাদককে সোহরাওয়ার্দী উদ্যানের দোকানদারদের কাছ থেকে চাঁদা তোলার ভাষা পরিহার করে রাজনৈতিক শিষ্টাচার আতস্ত করার আহবান জানিয়ে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এ ধরনের ভাষা অব্যাহত রাখলে দেশব্যাপী এই জঙ্গী ছাত্রলীগকে প্রতিহত করা হবে।