আসলামকে আটক করেছে ডিবি পুলিশ
দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আসলামের বড় ভাই জসীম উদ্দিন জানিয়েছেন, কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আসলাম চৌধুরীর একান্ত সচিব মঞ্জুরুল ইসলামও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ডিএমপির ডিসি ডিবি (উত্তর) শেখ নাজমুল আলম জানিয়েছেন, ডিবি উত্তরের একটি টিম আসলামকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আসলামের সঙ্গে গাড়িতে থাকা তার এক সহযোগী এবং তার গাড়ির ড্রাইভারকেও আটক করা হয়েছে।
প্রসঙ্গত, বিএনপি নেতা আসলামের সঙ্গে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির একটি বৈঠকের খবর সম্প্রতি একটি জাতীয় দৈনিক প্রকাশ করে। এরপরই আওয়ামী লীগ নেতাদের তরফ থেকে অভিযোগ ওঠে, সরকার উৎখাতের ষড়যন্ত্রে ওই বৈঠক হয়েছিল।
এনিয়ে গত কয়েক দিন ধরে আলোচনার মধ্যে চট্টগ্রামের পুলিশ কমিশনার রোববার সকালে সাংবাদিকদের বলেন, আসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাকে পেলেই গ্রেফতার করা হবে।
জেইউ/এমএম/এআরএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ আন্দালিব পার্থর সঙ্গে বৈঠকে ‘ঐক্য অটুট’ রাখতে বললেন তারেক রহমান
- ২ কোনো ভোটারের এনআইডি সংগ্রহ বা কাউকে টাকা দেয়নি জামায়াত
- ৩ বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
- ৪ পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমকে সহায়ক হিসেবে দেখছেন তারেক রহমান
- ৫ এনসিপিকে সমর্থন, জামায়াত প্রার্থী আবু নাসেরের মনোনয়ন প্রত্যাহার