নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির মিলনমেলা
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির মিলনমেলা/ছবি-সংগৃহীত
আবুল হাসান মোল্লা, নিউইয়র্ক
নিউইয়র্কের ব্রংক্সে বসবাসরত বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মরিস পার্কে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ী, চাকরিজীবী, রিয়েলেটরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার সৈয়দ নাজিম উদ্দিন, জকি চৌধুরী, মো. তারেক আহমেদ, সালাউদ্দিন, রাসেল, জুয়েল খানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল ইসলাম।
নিউইয়র্কের মরিস পার্ক নেইবারহুডে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের এক জায়গায় এনে পারস্পরিক সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে এ আয়োজন বলে জানান আয়োজকরা।

যুক্তরাষ্ট্রের মাটিতে বেড়ে উঠা নতুন প্রজন্ম যেন আমাদের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতির একটি মৌলিক ধারণায় বেড়ে উঠে। সেই সাথে মরিস পার্কে বাংলাদেশি কমিউনিটির বন্ধু-বান্ধব এবং পরিবার পরিজন নিয়ে একত্রিত হওয়ায় ছিল মূল উদ্দেশ্য।
মনোমুগ্ধকর এ আয়োজনে মরিস পার্ক বাংলাদেশি নেইবরহুডের নারী-পু্রুষ, শিশুদের অংশগ্রহণে হাসি-আনন্দ আর শৈশব কৈশোরের গল্প আড্ডায় সন্ধ্যা থেকে রাত অবধি উপভোগ করেন উপস্থিত অতিথিরা।
এমআরএম/জেআইএম