ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২১৭

আহমাদুল কবির | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬

মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুটি শপিংমলে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২১৭ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুয়ালালামপুরের কোটারায়া শপিংমল এবং সেলাঙ্গরের গ্যালাক্সি আমপাং শপিংমলে এ অভিযান চালানো হয়। এ এলাকাগুলোকে অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিত করা হয়েছিল।’

এ বিষয়ে দেশটির ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি বলেন, কোটারায়া শপিং মলে ৮৭৬ জনের কাগজপত্র যাচাই করা হয়, যেখানে ৬৫২ জন বিদেশি ও ২২৪ জন স্থানীয় নাগরিক ছিলেন। গ্যালাক্সি আমপাং শপিংমলে ৬৫৪ জনের মধ্যে ৩৯৪ জন বিদেশি ও ২৬০ জন স্থানীয় নাগরিক। দুই স্থানে মোট এক হাজার ৫৩০ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়।

যাচাই শেষে ২১ থেকে ৬৩ বছর বয়সী ২১৭ জন অভিবাসীকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ১৬২ জন নারী রয়েছেন। তারা ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, মিয়ানমার ও নেপালের নাগরিক। তবে সেখানে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

এমএএইচ/জেআইএম