ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

বিইউপি-মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির চুক্তি সই

মোহাম্মদ মাহামুদুল | প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬

মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি (এমএনইউ) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর মধ্যে সমঝোতা স্মারক সই উপলক্ষে বিশ্ববিদ্যালয়টিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে উচ্চশিক্ষা ও অ্যাকাডেমিক সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ড. মাহামুদ শুগী, উপাচার্য ড. আইশাথ শেহনাজ আদাম, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মো. শফিউল আলম এবং বিইউপি-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান তালুকদার।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য দেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। তিনি উল্লেখ করেন, এই সমঝোতা স্মারক কেবল একটি আনুষ্ঠানিক চুক্তি নয়; বরং এটি অ্যাকাডেমিক বিনিময়, জ্ঞান ভাগাভাগি, মানুষে-মানুষে সংযোগ এবং অর্থবহ বুদ্ধিবৃত্তিক সহযোগিতার একটি কার্যকর কাঠামো।

তিনি ভবিষ্যৎ প্রজন্মের ক্ষমতায়ন, অ্যাকাডেমিক নেতৃত্ব বিকাশ, যৌথ গবেষণা উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তোলায় বিনিয়োগের জন্য এমএনইউ ও বিইউপি উভয়কেই আন্তরিক ধন্যবাদ জানান।

হাইকমিশনার বাংলাদেশ ও মালদ্বীপের শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনসম্পৃক্ত সম্পর্কের কথা স্মরণ করেন এবং মালদ্বীপ সরকারের প্রয়োজন ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সহযোগিতা, সমর্থন ও অংশীদারত্ব অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিইউপি-মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির চুক্তি সই

বক্তব্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মো. শফিউল আলম মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ বিচ্ছিন্নভাবে পরিচালিত হতে পারে না। আঞ্চলিক অ্যাকাডেমিক সহযোগিতা শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে দক্ষতা অর্জনে সহায়ক হবে এবং গবেষণা ও জ্ঞান উৎপাদনের ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে। তিনি এই সমঝোতা স্মারককে কেবল প্রতীকী দলিল নয়, বরং বাস্তব কার্যক্রম, ফলপ্রসূ অর্জন এবং দীর্ঘমেয়াদি প্রভাবসম্পন্ন একটি সক্রিয় অংশীদারত্ব হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আইশাথ শেহনাজ আদাম বলেন, এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের অভিন্ন মূল্যবোধ ও কাঠামোবদ্ধ, উদ্দেশ্যমূলক এবং অর্থবহ অ্যাকাডেমিক জোট গঠনের প্রতিফলন।

তিনি উল্লেখ করেন, এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, অতিথি অধ্যাপক নিয়োগ, যৌথ সেমিনার ও কর্মশালা, স্বল্পমেয়াদি কোর্স এবং যৌথ গবেষণা ও প্রকাশনার মতো নানা সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, এই সমঝোতা স্মারক কেবল অ্যাকাডেমিক মানোন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং উভয় প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সম্পৃক্ততা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দক্ষ ও জ্ঞানসম্পন্ন মানবসম্পদ তৈরিতে অবদান রাখবে।

সমাপনী বক্তব্যে উপাচার্য বাংলাদেশের হাইকমিশনার এবং বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যানকে অ্যাকাডেমিক সহযোগিতা জোরদার, গঠনমূলক সংলাপ এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে তাদের নেতৃত্ব ও উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

উপহার বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং ভবিষ্যতমুখী সহযোগিতার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

এমআরএম/এমএস