ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালির রোমে মহিলা সংস্থার ইফতার

জমির হোসেন | ইতালি | প্রকাশিত: ১১:৫৮ এএম, ৩১ মে ২০১৯

ইতালির রোমে নারী সংগঠন মহিলা সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্থানীয় রসই রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শান্তা সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা আক্তার (আরিফা) ও সাংগঠনিক সম্পাদক রূপালী গোমেজের আমন্ত্রণে মাহফিলে রোমের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ইফতার পরবর্তী সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি শান্ত সিকদার বলেন, প্রবাসে ব্যস্ততার মাঝে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা রইল। সবার অংশগ্রহণে ইফতার মাহফিলে বাড়তি আনন্দ যোগ হয়। তিনি এ সময় সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানান।

Italy1.jpg

ইফতারে অন্যদের মধ্যে মহিলা সংস্থা ইতালির সিনিয়র সহ-সভাপতি জেসমিন সুলতানা (মিরা), সহ-সভাপতি রওশন আরা মুন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক পারভিন আক্তার লিপি, শারমিন জাহান সুবর্না, শারমিন ইসলাম পায়েল। সাংগঠনিক সম্পাদক জাকিয়া উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক নিশাদ সিদ্দিকা (পাপড়ী), প্রচার সম্পাদক শাহিনা মান্নান, সদস্যা মনি মঞ্জু, রিনি আসাদ, সূচি আক্তার প্রমুখ।

এ ছাড়াও বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, মহিলা সম্পাদক সায়রা হোসেন রানী, উপদেষ্টা আব্দুর রশিদ, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সহ-সভাপতি ফাতেমা কবির উপস্থিত ছিলেন।

Italy1.jpg

নবজাগরণ নারী কল্যাণ সমিতি ইতালির সভাপতি সানজিদা ইসলাম সঙ্গীতা, সাধারণ সম্পাদিকা- লিপি আক্তার, উপদেষ্টা উম্মেহানী প্রিন্স, পিরোজপুর জেলা সমিতি ইতালির সভাপতি মো. কামাল হোসেন, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রাসেল। ইতালির জনপ্রিয় সঙ্গীত শিল্পী রত্না বসাক, ব্যবসায়ী ইমরুল কায়েস উপস্থিত ছিলেন।

এর আগে দেশ-বিদেশের সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সংগঠনের নেত্রীরা ইফতার মাহফিলে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান।

এমআরএম/এমএস

আরও পড়ুন