মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি নেতা বারাকাত ডায়নামিকের স্বত্বাধিকারি ও মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামালের সৌজন্যে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার কুয়ালালামপুর বুকিতবিনতাং রসনা বিলাস রেস্টুরেন্টে মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এসএম রহমান পারভেজের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমাদুল কবিরের পরিচালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের লেখার মাধ্যমে সমাজের পটপরিবর্তন ঘটে। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সাংবাদিকদের পেশাগত দক্ষতা প্রবাসীদের সফলতা বাড়িয়ে দিয়েছে।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সার্বিক উন্নয়নে কি ধরণের পদক্ষেপ নেয়া যেতে পারে সে বিষয়ে গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা আশা করেন তিনি। এ ছাড়া ১১ জুন বুকিতবিনতাং-এর একটি রেস্টুরেন্টে মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এসএম রহমান পারভেজ তার বক্তব্যে বলেন, প্রবাসে বিভিন্ন সময়ে কার্যক্রম যথার্থভাবে পরিচালনার উদ্দেশ্যে বিভিন্ন তথ্য প্রচার, সাহায্য ও পরামর্শের প্রয়োজন পড়ে। সে ক্ষেত্রে কমিউনিটি নেতৃবৃন্দসহ সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক কালের ছবি ও অনলাইন পোর্টাল এইচ এম নিউজের প্রধান সম্পাদক মোল্লা আতাউর রহমান মিন্টু, আওয়ামী লীগ নেতা কাইয়ূম সরকার, মো. মনির, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ, মালয়েশিয়া সেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসান, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল। এছাড়া সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কমিউনিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন, মস্তফা ইমরান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার হামিদ হান্নান, দফতর সম্পাদক শামসুজ্জামান নাইম, প্রচার সম্পাদক খন্দকার মস্তাক আহমদ রয়েল ও সহ-দফতর সম্পাদক কাজী আশরাফুল ইসলাম।
এআরএস/এবিএস