ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রোমে বাঙালি মালিকানায় আইটি পয়েন্ট উদ্বোধন

প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৭ মে ২০১৭

ইতালির রোমের সেন্তসেল্লে এলাকায় বাঙালি মালিকানাধীন যোগাযোগ, তথ্য এবং ব্যক্তিগত ডকুমেন্ট সম্পর্কিত প্রবাসীদের নানারকম সহায়তা দিয়ে সার্ভিস সেন্টার ‘আইটি পয়েন্ট’ উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার  (২৬ মে) এ সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এই সেন্টারে বাংলাদেশি পাসপোর্টের ফরম পূরণ, জন্ম নিবন্ধন, বাংলাদেশ দূতাবাসের যে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেয়া, ইতালির ভাষা সার্টিফিকেটের জন্য পরীক্ষার তারিখ নেয়া, কাফ সংক্রান্ত সেবা, কম্পিউটার কম্পোজ, ইমেইল পাঠানো, ফ্যাক্স, ডকুমেন্ট স্ক্যানিং, ডকুমেন্ট ল্যামিনেটিং, ছবি তোলা, ফ্লেক্সিলোড, বিকাশ, মানি ট্রান্সফার, কুরিয়ার সার্ভিস, কম্পিউটার সার্ভিস, মোবাইল ফোন, মোবাইল এক্সেসরিজ, মোবাইল রিচার্জ, সিম কার্ড, রঙিন ফটোকপি, ডকুমেন্ট প্রিন্ট, ইন্টারনেট পয়েন্ট, স্পাইরাল বাইন্ডিং এবং ইউরো বাস টিকেট পাওয়া যাবে।

প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ইসতেগফার তৌফিক বলেন, ‘আইটি পয়েন্ট’ নামের এই প্রতিষ্ঠানটি স্থানীয় এবং প্রবাসীদের নানা সার্ভিস দেবে। আমি জনসাধারণকে প্রকৃত সেবা থেকে বঞ্চিত হতে দেখেছি। কাজেই আমরা মনে করি এটা ব্যবসা হলেও জনসাধারণের সেবায় আমরা আন্তরিক এবং আত্মনির্ভরশীল। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের সাজানো-গোছানো পরিবেশে গ্রাহকরা সেবা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

এর আগে ইসতেগফার তৌফিক দীর্ঘদিন সংবাদ, তথ্য যোগাযোগ, ডকুমেন্টস সংক্রান্ত সার্ভিসে কাজ করেছেন। ইতালির রাজধানী রোমের সেন্তসেল্লে এলাকায় ভিয়া প্রেনেস্তিনার পাশে ৫ এবং ১৯ নং ট্রাম ব্রেসাদলা ফেরমাতা সংলগ্ন Via Vincenzo Cesati 41 নম্বরে প্রতিষ্ঠানটি অবস্থিত।

উদ্বোধনী অনুষ্ঠানে সর্বস্তরের জনসাধারণসহ কমিউনিটি ব্যক্তিত্ব আতিয়া রসূল কিটন, শান্তা সিকদার এবং ইতালি-বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এমএম হক রাজু, ডিটিভি‘র শিমুল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএমএ

আরও পড়ুন