ইউরোপে আ. লীগ সমর্থকদের সদস্য ফরম পূরণের নির্দেশ
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি এক বিবৃতিতে ইউরোপের সকল দেশে আওয়ামী লীগ সমর্থকদের সদস্য ফরম পূরণ ও নবায়নের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি গত ২০ মে সভানেত্রী শেখ হাসিনার সদস্য ফরম পূরণের মাধ্যমে দলটির সদস্য সংগ্রহের আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী বছর জাতীয় নির্বাচনের আগে সদস্য সংগ্রহ হালনাগাদ জরুরি। প্রবাসে আওয়ামী লীগ সমর্থকদেরও সদস্য সংগ্রহ হালনাগাদ জরুরি। তাই আগামী ছয় মাসের মধ্যে ইউরোপের সকল দেশে সদস্যদের আপডেট তথ্য জানার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ প্রদান করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধা ও কর্মগুণে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল করেছেন। কিন্তু দুর্ভাগ্য প্রবাসে আওয়ামী লীগ নামধারী কিছু দুষ্ট লোক দলটির ভাবমূর্তি প্রবাসীদের কাছে বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। কিছু নেতা দেশে থেকে প্রবাসে রাজনীতির নিয়ন্ত্রক হতে চান, আবার অনেকে ঘরে বসে টেলিফোনের মাধ্যমে রাজনীতি করতে চান। তাদের ইশারা ও ইঙ্গিতে প্রবাসে আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।
‘ইউরোপে বহু কষ্টে গড়া আওয়ামী লীগের শক্তিশালী ভীত নষ্ট করা যাবে না’ উল্লেখ করে নির্দেশনায় আরও বলা হয়, ‘যারা যে দেশে অবস্থান করেন তারা সে দেশের আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত হবেন। বাংলাদেশ থেকে যেমন ইউরোপের পদ-পদবির রাজনীতি করা যাবে না তেমনি লন্ডন থেকে ইউরোপের অন্যদেশেও পদ-পদবির রাজনীতি করা যাবে না।’
বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার ২০৪১ রূপকল্প বাস্তবায়নে আওয়ামী লীগের শক্তিশালী ভীতের বিকল্প নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এমএআর/এমএস