সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি নিহত
সৌদি আরবের জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্টে সজিব মিয়া (১৯) নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে জেদ্দার একটি হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সজিব হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের পুরাসুন্ধা গ্রামের মিলন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব যান সজিব। সেখানে জেদ্দার একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করতেন তিনি। রোববার বিকেলে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/জেআইএম