সিঙ্গাপুরে আজও ৩০১ জন করোনা আক্রান্ত

সিঙ্গাপুরে আজও নতুন করে ৩০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ৫৪ হাজার ৫৫৫ জন এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। অভিবাসীদের করোনামুক্ত করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
৬ আগস্ট (দুপুর ১২টা পর্যন্ত) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যে এসব জানা গেছে। আজকে আক্রান্তদের মধ্যে ৩ জন সিঙ্গাপুরিয়ান, ১ জন ওয়ার্কপাশ হোল্ডার যিনি ডরমেটরির বাইরে বাস করেন। ৪ জন বিদেশফেরত যারা স্টেহোম নোটিশে ছিলেন। বাকি সবাই ওয়ার্কপাশ হোল্ডার যারা ডরমেটরিতেই থাকেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৫ আগস্ট ৩১৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত ৪৭ হাজার ৭৬৮ জন থেকে ছাড়পত্র পেয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিঙ্গাপুরে ২৭ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আরও ১৪ জনের মৃত্যু হয়েছে যারা করোনাভাইরাসে পজিটিভ ছিল। তবে তাদের মৃত্যু অন্য কোনো কারণে হয়েছিল বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
১২৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তবে ১ জন আইসিইউতে আছেন। ৬৩৩৩ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এমআরএম/এমকেএইচ
বিজ্ঞাপন