করোনায় লেবাননে বাংলাদেশির মৃত্যু

লেবাননে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজু হাওলাদার নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মার্চ) ভোরে দেশটির মুকাল্লেছ এলাকায় নিজ কক্ষে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
জানা যায়, জীবিকার তাগিদে রাজু হাওলাদার ছয় বছর আগে লেবাননে আসেন। বৈধ ভাবে ‘আসমার উড’ নামে একটি কাঠের কোম্পানিতে কাজ করতেন তিনি। গত সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক তার করোনা পরীক্ষা করে নিশ্চিত হন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে হাসপাতাল থেকে ফিরে বাসায় আসার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর মঙ্গলবার ভোরে তিনি মারা যান। পরে কোম্পানির সহায়তায় পুলিশ এসে তার মরদেহ হাসপাতালে নিয়ে যায়।
এক সন্তানের জনক রাজু হাওলাদারের বাড়ি পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়। তার বাবার নাম- নূর ইসলাম হাওলাদার। এদিকে তার মৃত্যু সংবাদে নিজ এলাকাসহ তার পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এআরএ/এমকেএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ - প্রবাস
- ১ জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি শুরু
- ২ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে মালদ্বীপে জোরালো অভিযান
- ৩ বাংলাদেশিদের বিড়ি-সিগারেট নিয়ে মালদ্বীপে না যাওয়ার নির্দেশ
- ৪ সমস্যার কথা তুলে ধরায় মালয়েশিয়ায় বাংলাদেশিকর্মীর ভিসা বাতিল
- ৫ কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে চিত্র-ভাস্কর্য শিল্পীদের সংবর্ধনা