ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় রমজানে হাইকমিশন অফিসের নতুন সময়সূচি

আহমাদুল কবির | মালয়েশিয়া | প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১০ এপ্রিল ২০২১

পবিত্র রমজান মাস উপলক্ষে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন দাফতরিক কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা করেছে। শুক্রবার (৯ এপ্রিল) দূতালয় প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোম থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হাইকমিশনের কার্যক্রম চলবে। এর মধ্যে দুপুর ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত নামাজের বিরতি।

jagonews24

এছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কার্যক্রম চলবে। তবে জুমার নামাজের জন্য (দুপুর ১টা থেকে দুইটা পর্যন্ত) এক ঘণ্টা বিরতি থাকবে বলে নোটিশে জানানো হয়।

এমআরএম/এমকেএইচ