করোনায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ে ১৪ জন প্রবাসীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন কয়েকশ বাংলাদেশি।
স্থানীয় সময় সোমবার (৫ জুলাই) মধ্যরাতে দেশটির নর্থওয়েস্ট প্রদেশের জিরাস্ট এলাকায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মৃত ওই যুবকের নাম মোহাম্মদ ফরহাদ আহমেদ (৩১)। তার দেশের বাড়ি নোয়াখালী জেলার জমিদার হাটে।
জানা যায়, কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন ফরহাদ। এর কিছু দিনের মধ্যে তার শরীরে বিভিন্ন ধরনের নতুন নতুন সমস্যা দেখা দেয় তার। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর ফরহাদ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় গত রাতে তিনি মারা যান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয় মুসলিম কমিউনিটির উদ্যোগে মঙ্গলবার মরদেহ সেখানেই দাফন করা হবে বলে জানা গেছে।
এআরএ/এমকেএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ - প্রবাস
- ১ জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি শুরু
- ২ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে মালদ্বীপে জোরালো অভিযান
- ৩ বাংলাদেশিদের বিড়ি-সিগারেট নিয়ে মালদ্বীপে না যাওয়ার নির্দেশ
- ৪ সমস্যার কথা তুলে ধরায় মালয়েশিয়ায় বাংলাদেশিকর্মীর ভিসা বাতিল
- ৫ কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে চিত্র-ভাস্কর্য শিল্পীদের সংবর্ধনা