মালয়েশিয়া শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। বুধবার নতুন সভাপতি নাজমুল ইসলাম বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
ভোররাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার বিমানবন্দরে পৌঁছলে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের আনোয়ার হোসেন টব্লু, মো. আনিস মোল্লা, আব্দুল রাজ্জাক চয়ন, মো. জুনায়েদ, মাজহারুল ইসলাম সরকার, শ্রী সুবাস, আবুল কাসেম, মহিউদ্দিন ইমন, আরিফুল ইসলাম ও মো. পলিন, যুবলীগের সদস্য জহিরুল ইসলাম, এমএ মাহমুদ, কামরুল ইসলাম, মাসুদ রানা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বি এম বাবুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, প্রচার সম্পাদক শাওন আহম্মেদ এবং আওয়ামী কৃষক লীগ মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক এম ইব্রাহিম কে রাজা।
গত রোববার জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার আহ্বায়ক কমিটি বাতিল করে নাজমুল ইসলাম বাবুলকে সভাপতি ও এসএম আবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন- মো. আবুল কাসেম, শাহ আলম হাওলাদার ও মো. নুরুল হুদা।
এসএইচএস/আরআইপি