ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়া শাখা শ্রমিক লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে সংবর্ধনা

প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় শ্রমিক লীগের মালয়েশিয়া শাখার নবগঠিত কমিটির সভাপতি নাজমুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেনকে সংবর্ধনা দিয়েছে তামিংজায়া শাখা শ্রমিক লীগ।

শুক্রবার রাতে তামিংজায়ার একটি রেস্তোরাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আবুল হোসেন।

মালয়েশিয়া শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম ও তামিংজায়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাজিবের যৌথ উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের প্রতিষ্ঠান। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে বলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আর শ্রমিক লীগ হচ্ছে আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠন। এই শ্রমিক লীগই জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং রূপকল্প বাস্তবায়নে সব সময় প্রবাস থেকেও সর্বাত্মক সহযোগিতা করে যাবে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস মোল্লা, শ্রমিক লীগ নেতা আব্দুল রাজ্জাক চয়েন, মোহাম্মদ জাকির হোসেন, সিরিকেমবাংগান সভাপতি মোহাম্মদ সুলতান, রুমা পানজাং শাখা কমিটির সভাপতি মোহাম্মদ সাইদ, পুত্রা কাজাং শাখা কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন, রশিদ জামাল, আলম, সুভাষ, হানিফ, তারেক, জুনাইদুল, লিটন (পুত্রাকাজাং), জাকির (রুমা পানজাং), পলিন, মান্নান, রবিউল, ফয়সাল, রিপন, জহিরুল ইসলাম মেম্বর, শামীম, শিপন ও ডা. আব্দুর রশিদ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ তামিংজায়া শাখার সভাপতি মহিউদ্দীন ইমন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এনএফ/আরআইপি