ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

প্রকাশিত: ১০:৪১ এএম, ১৭ মার্চ ২০১৬

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন পালিত হয়েছে। ১৭ মার্চ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০ টায় দূতাবাসে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এসময় সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম।

এছাড়া মালয়েশিয়া আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, ছাত্রলীগের নেতারাও পুষ্পস্তবক অর্পণ করে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Malaysia

এরপর শুরু হয় আলোচনা সভা। মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন লেবার কাউন্সিলার সায়েদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) রইছ হাসান সারোয়ার,পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) ধনঞ্জয় কুমার, পরারাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারি বেগম তাহমিনা ইয়াসমিন প্রমুখ।

ফার্স্ট সেক্রেটারি সাহিদা সুলতানার অনুষ্ঠান পরিচালনায় সমাপনী বক্তব্যে হাইকমিশনার শহীদুল ইসলাম বলেন,  সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন। জাতীয় শিশুদিবস। আমি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং আগামী দিনের কর্ণধার আজকের শিশুদের অভিনন্দন জানাই।

বাংলাদেশের বর্তমান সরকারের সফলতা প্রসঙ্গে শহীদুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে। বিশ্বের কাছে আজ বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। বাংলাদেশের ক্রিকেটকে সারাবিশ্ব আজ একনামে চেনে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার কারণে।

অনুষ্ঠান শেষে হাইকমিশনার শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর জন্মদিনের কেট কাটেন। এরপর ১৬ মার্চ দূতাবাস প্রাঙ্গনে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়  সেরা তিন জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠান শেষে দূতাবাসে এক কাঙালি ভোজের আয়োজন করা হয়।

এসএইচএস/পিআর