ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

শিশুর বমি কখন পবিত্র, কখন অপবিত্র

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২২ এপ্রিল ২০২৫

দুধের শিশু অর্থাৎ শুধু দুধ খায় এমন শিশুরা ঘন ঘন বমি করে থাকে। তাদেরকে কোলে নিলে অনেক সময় কাপড়ে বমি লেগে যায়। এ রকম ক্ষেত্রে কাপড় অপবিত্র হয়েছে কি না বোঝার জন্য দেখতে হবে শিশু কি মুখ ভরে বমি করেছে নাকি সামান্য বমি করেছে। দুধের শিশুরা সাধারণভাবে যেমন বারবার একটু একটু করে বমি করে থাকে, এই বমি অপবিত্র নয়, কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হবে না।

কিন্তু দুধের শিশু যদি মুখ ভরে বমি করে, তাহলে দুধের শিশুর বমি বড় মানুষের মুখ ভরে কৃত বমির মতোই অপবিত্র, ওই বমি কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হবে এবং সেটাকে ধুয়ে পবিত্র করতে হবে।

বমি কাপড়ে দৃশ্যমান থাকলে যে জায়গায় বমি লেগেছে, সেটুকু ধুয়ে বমি দূর করলেই কাপড় পবিত্র হয়ে যাবে। এ ক্ষেত্রে তিনবার ধোয়ার অপরিহার্যতা নেই। বমি যদি দৃশ্যমান না হয়, তাহলে কাপড়ের অপবিত্র জায়গাটুকু বা ওই জায়গা শণাক্ত না করা গেলে পুরো কাপড় তিনবার ধৌত করতে হবে।

অপবিত্র কাপড় পবিত্র করার জন্য বালতি বা অন্য কোনো পাত্রে ডুবিয়ে তিনবার ধৌত করার সময় প্রত্যেকবার ধোয়ার পর আলাদাভাবে বালতি ধুয়ে পবিত্র করতে হবে না। তিনবার শুধু পানি বদলে কাপড় ধুয়ে ফেললে কাপড় ও বালতি একসাথে পবিত্র হয়ে যাবে।

ওএফএফ/জেআইএম

আরও পড়ুন