ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সেন্ট ও বডি স্প্রে ব্যবহার করা কি জায়েজ?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০৯ অক্টোবর ২০২৫

প্রশ্ন: সেন্ট ও বডি স্প্রে ব্যবহার করা কি জায়েজ? অ্যালকোহলযুক্ত সেন্ট ও বডি স্প্রে ব্যবহার করলে নামাজ হবে?

উত্তর: সুগন্ধি ব্যবহার মূলত উত্তম কাজ। এটি সুন্নাতও বটে। রাসুল (সা.) সুগন্ধি অত্যন্ত পছন্দ করতেন এবং সব সময় সুগন্ধি ব্যবহার করতেন। অন্যদেরও সুগন্ধি ব্যবহার করার নির্দেশ দিতেন। জুমার দিন সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করার নির্দেশ দিয়ে রাসুল (সা.) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ এ দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিনরূপে নির্ধারণ করেছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা শরীরে লাগায়। মিসওয়াক করাও তোমাদের কর্তব্য। (সুনানে ইবনে মাজা: ৮৩)

সেন্ট, বডি স্প্রে বা অন্য যে কোনো পারফিউমে হারাম বা অপবিত্র অ্যালকোহল মিশ্রিত না থাকলে তা ব্যবহার করা জায়েজ এবং তা ব্যবহার করে নামাজ আদায় করতেও কোনো সমস্যা নেই।

বর্তমানে বাজারে প্রচলিত সেন্ট ও বডি স্প্রেতে সাধারণত যে ধরনের অ্যালকোহল মেশানো হয়, তা অপবিত্র নয়। এ ব্যাপারে বিশিষ্ট ফকিহ শাইখুল ইসলাম তাকী উসমানি লিখেছেন, যে অ্যালকোহল এখন বিভিন্ন ঔষধ বা পারফিউমে ব্যবহার করা হয়ে থাকে, তার অধিকাংশই এখন আর আঙ্গুর বা খেজুর থেকে তৈরি হচ্ছে না। বরং বিভিন্ন ধরনের শস্যদানা,খোসা,এবং খনিজ পদার্থ ইত্যাদি থেকেই তৈরি করা হচ্ছে। (তাকমিলাতু ফাতহুল মুলহিম ৩/৬০৮)

তাই বর্তমানে বাজারে প্রচলিত অ্যালকোহল মিশ্রিত যে কোনো পারফিউম অপবিত্র নয়। কোনো সেন্ট বা বডি স্প্রের ব্যাপারে যদি জানা থাকে যে, সেটাতে অপবিত্র অ্যালকোহল মিশ্রিত রয়েছে, তাহলে তা ব্যবহার করা যাবে না।

সাধারণভাবে অ্যালকোহল মিশ্রিত সেন্ট ও বডি স্প্রেও এখন পবিত্র এবং অপবিত্র হওয়ার প্রমাণ না পাওয়া গেলে সেগুলো অপবিত্র গণ্য হবে না। তাই সেগুলো ব্যবহার করা জায়েজ হবে এবং ব্যবহার করে নামাজ আদায় করাও জায়েজ হবে।

ওএফএফ

আরও পড়ুন