ভিডিও ENG
  1. Home/
  2. ধর্ম

মৃত বাবা-মায়ের জন্য ওমরাহ করা যাবে কি?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬

প্রশ্ন: আমি কি আমার মৃত বাবা-মায়ের জন্য ওমরাহ করতে পারবো?

উত্তর: হ্যাঁ, আপনি আপনার মৃত বা ওমরাহ ও হজ করতে শারীরিকভাবে অক্ষম বাবা-মায়ের পক্ষ থেকে ওমরাহ ও হজ করতে পারবেন। ওমরাহর ইহরাম বাঁধার সময় মনে মনে নিয়ত করবেন যে, আমি আমার বাবা অথবাবাবা মায়ের জন্য উমরা মায়ের পক্ষ থেকে ওমরাহ করার নিয়ত করলাম।

আবু রাজিন (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমির গোত্রের জনৈক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসুল! আমার বাবা অতি বৃদ্ধ, হজ ও ওমরাহ আদায় করতে তিনি অক্ষম এবং সওয়ারিতে সফর করতেও অসমর্থ। রাসুল (সা.) বললেন, আপনার বাবার পক্ষ থেকে আপনি হজ ও ওমরাহ আদায় করুন। (সুনানে আবু দাউদ: ১৮১০)

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, খাসআম গোত্রের এক নারী নবিজিকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসুল! আল্লাহর বান্দার উপর ফরজকৃ্ত হজ আমার বয়োবৃদ্ধ পিতার উপর ফরজ হয়েছে। কিন্তু তিনি বাহনের ওপর স্থির থাকতে পারেন না, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করবো? তিনি বললেন, হ্যাঁ (আপনি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারেন)। ঘটনাটি বিদায় হজের সময় ঘটেছিল। (সহিহ বুখারি: ১৪২৫)

বাবা-মায়ের ওপর যদি জীবিত বা সক্ষম অবস্থায় হজ ফরজ হয়ে থাকে এবং তারা হজ না করে মারা যায় বা অক্ষম হয়ে পড়ে, তাহলে সন্তান বাবা-মায়ের পক্ষ থেকে হজও আদায় করতে পারে যেমন উল্লিখিত হাদিসে নবীজি (সা.) বলেছেন।

বাবা-মা যদি তাদের পক্ষ থেকে ফরজ হজ আদায় করা বা করানোর ওসিয়ত করে মারা যান, তাহলে তাদের এক তৃতীয়াংশ সম্পদ থেকে তাদের জন্য বদলি হজ করা বা করানো ছেলে-মেয়েদের ওপর ওয়াজিব।

বাবা-মা যদি হজ করানোর ওসিয়ত না করে মারা যান, তাদের পক্ষ থেকেও বদলি হজ করা যায়। বদলি হজের মাধ্যমে মৃত ব্যক্তির জিম্মায় থাকা হজ আদায় হবে এ আশাও করা যায়।

বুরাইদাহ (রা.) বলেন, এক নারী রাসুলের (সা.) দরবারে গিয়ে বললেন, আমার মা হজ না করেই মৃত্যুবরণ করেছেন। আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? রাসুল (সা.) বললেন, হ্যাঁ, আপনি তার পক্ষ থেকে হজ করুন। (সুনানে তিরমিজি: ৯২৯)

তবে বাবা-মা হজ করানোর জন্য ওসিয়ত না করে গেলে তার এজমালি বা অবণ্টিত সম্পদ থেকে তার বদলি হজ করানো যাবে না। তাদের যে সন্তানরা হজ করানোর উদ্যোগ নেবেন, হজের ব্যয় তাদের বহন করতে হবে। সব সন্তান বা ওয়ারিসকে হজের ব্যয় বহন করতে বাধ্য করা যাবে না।

ওএফএফ

আরও পড়ুন