ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মাগরিবের কাজা নামাজের জামাতে উচ্চৈঃস্বরে কেরাত পড়া জরুরি?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৮ জানুয়ারি ২০২৪

নামাজের একটি ফরজ আমল কেরাত বা কোরআন তেলাওয়াত। কিছু নামাজের জামাতে ইমামের জন্য কোরআন উচ্চৈঃস্বরে পড়া ওয়াজিব, কিছু নামাজে নিম্নস্বরে পড়া ওয়াজিব।

ফজর, জুমা, মাগরিব ও ইশার প্রথম দুই রাকাতে ইমামের জন্য উচ্চৈঃস্বরে কেরাত পড়া ওয়াজিব। মুক্তাদি অর্থাৎ ইমামের পেছনে নামাজ আদায়কারীরা এসব নামাজে চুপ থেকে ইমামের কেরাত শুনবেন। এ নামাজগুলোর কাজা যদি জামাতের সাথে পড়া হয়, তাহলে সেখানেও ইমামের জন্য উচ্চৈঃস্বরে কেরাত পড়া ওয়াজিব।

সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত অনুযায়ী মুনফারিদ বা একা নামাজ আদায়কারীর জন্য ফজর, মাগরিব ও ইশার প্রথম দুই রাকাতে উচ্চৈঃস্বরে কেরাত পড়া সুন্নত। তবে নিম্নস্বরে কেরাত পড়লেও নামাজ হয়ে যাবে। একইভাবে এ নামাজগুলোর কাজা একা আদায়ের ক্ষেত্রে উচ্চৈঃস্বরে ও নিম্নস্বরে দুভাবেই কেরাত পড়ার সুযোগ রয়েছে।

ওএফএফ/জেআইএম

আরও পড়ুন