ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মাসিক বন্ধ রাখলে কি নির্দিষ্ট দিনগুলোতে রোজা রাখা যাবে?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৫ এপ্রিল ২০২৪

মাসিক অবস্থায় রোজা রাখা নিষিদ্ধ। মাসিক অবস্থায় ফরজ রোজা ছুটে গেলে তা পরবর্তীতে কাজা করতে হয়। রমজান মাসে কারো মাসিক হলে যে কয়দিন সে মাসিক অবস্থায় থাকবে, ওই কয়দিন রোজা থেকে বিরত থাকতে হবে এবং ওই রোজাগুলো পরে কাজা করে নিতে হবে।

তবে কোনো নারী যদি রমজান মাসে ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখে, তাহলে মাসিকের নির্দিষ্ট দিনগুলোতে রোজা রাখতে হবে এবং ওই রোজাগুলো বিশুদ্ধ হবে, ত্রুটিপূর্ণ হবে না।

মাসিক বন্ধ রাখার ওষুধ সেবন করলে যেহেতু অনেক ক্ষেত্রে শারীরিক ক্ষতি হওয়ার আশংকা থাকে, তাই ওষুধ সেবন করে মাসিক বন্ধ না রাখাই ভালো। ইসলাম মাসিককে নারীদের কোনো ত্রুটি বিবেচনা করে না এবং মাসিকের কারণে রোজা না রাখতে পারলে গুনাহ হবে না বা রমজান পালনের সওয়াবও কমবে না।

ওএফএফ/এমএস

আরও পড়ুন